loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

জ্যোতির হাফ-সেঞ্চুরি সত্ত্বেও টাইগ্রেসদের ১০ উইকেটে পরাজয়


জ্যোতির হাফ-সেঞ্চুরি সত্ত্বেও টাইগ্রেসদের ১০ উইকেটে পরাজয়

বাংলাদেশ নারী দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হওয়ার পরে টি-টোয়েন্টি সিরিজও পরাজয় দিয়ে শুরু করেছে। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ১২৬ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। যাহােক, লক্ষ্য তাড়ায় একটুও বেগ পেতে হয়নি সফরকারী অস্ট্রেলিয়াকে। তাঁরা দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির ফিফটিতে সাত উইকেট ও ৪২ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয়।

বাংলাদেশ নারী দল অধিনায়ক নিগার সুলতানার জ্যোতির লড়াকু হাফ-সেঞ্চুরির (৬৩*) পরেও অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয়ের মধ্যদিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো। দলটি সিরিজের প্রথম ম্যাচে রোববার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে।

টাইগ্রেসরা নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ১০ উইকেটে হারলো। বাংলাদেশ দল এর আগে গত বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে  পরাজিত হয়েছিল।

এদিন ১২৭ রানের লক্ষ্যে সাত ওভার বাকী রেখেই স্পর্শ করে ফেলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অধিনায়ক – অ্যালিসা হিলি ও বেথ মুনি। হিলি নয়টি চার ও একটি ছক্কায় ৪২ বলে অপরাজিত ৬৫ এবং মুনি নয়টি বাউন্ডারিতে ৩৬ বলে অনবদ্য ৫৫ রান করেন। 

ম্যাচ-সেরা হয়েছেন হিলি।

এর আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই ১০০ রান করতে পারেনি জ্যােতিবাহিনী। সর্বোচ্চ ৯৭ রান উঠেছিল দ্বিতীয় ওয়ানডেতে। সেদিক থেকে টি-টোয়েন্টিতে ১২৬ রান অবশ্য মন্দ নয়।

আগামী ২ এপ্রিল মিরপুরেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে।

Loading...