loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

৫-৭ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং হাউজ খোলা


৫-৭ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং হাউজ খোলা

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু এলাকার গার্মেন্টস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কিছু শাখা আগামী শুক্রবার (৫ এপ্রিল), শনিবার (৬ এপ্রিল) ও রোববার (৭ এপ্রিল) সরকারি ছুটির দিনেও সীমিত সময়ের জন্য খোলা থাকবে। ওই সময়ে চেক ক্লিয়ারিংয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং হাউজও খোলা থাকবে। অবশ্য, ওই তিনদিন যেসব এলাকার শাখা খোলা থাকার কথা – সেসব এলাকার শাখা ছাড়া অন্য কোনো এলাকার শাখার চেক ক্লিয়ারিং হাউজে গ্রহণ করা হবে না। এ-বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে মঙ্গলবার (২ এপ্রিল) একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

আগামী ৫ ও ৬ এপ্রিল সাপ্তাহিক ছুটি ও রোববার পবিত্র লাইলাতুল কদর (শবেকদর)-এর ছুটি। ওই সময়ে তৈরী পােশাক শিল্পের কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে; এবং শুধুমাত্র ওইসব শাখার চেকই লেনদেন করার জন্য ক্লিয়ারিং হাউজে পাঠানো যাবে।

Loading...