loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

ফারিহার হ্যাটট্রিক ছাপিয়ে অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ জয়


ফারিহার হ্যাটট্রিক ছাপিয়ে অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ জয়

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া নারী দল: ২০ ওভারে ১৬১-৮ (ওয়ারেহাম ৫৭, হ্যারিস ৪৭, পেরি ২৯; ফারিহা ৪-১৯, নাহিদা ২-২১, ফাহিমা ২-৩৪)
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১০৩-৯ (দিলারা ২৭, স্বর্ণা ২১, ফাহিমা ১৫; মলিনু ৩-১০, গার্ডনার ৩-১৭, শুট ২-৩১)
ফলাফল: অস্ট্রেলিয়া ৫৮ রানে জয়ী
ম্যাচ-সেরা: ওয়ারেহাম

বাঁ-হাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণার হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে গেছে  স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের। টাইগ্রেসরা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২ এপ্রিল) অস্ট্রেলিয়ার কাছে ৫৮ রানে পরজিত হয়। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ফারিহা।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুই হ্যাটট্রিক করলেন এই পেসার। তাঁর প্রথম হ্যাটট্রিকটি এসেছিল ২০২২ সালে, মালয়েশিয়ার বিপক্ষে।

বাংলাদেশ দল প্রথম ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল।

দুই দল আগামী ৪ এপ্রিল মিরপুরেই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

Loading...