loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

শ্রীলংকার কাছে টাইগারদের টেস্ট সিরিজ পরাজয়


শ্রীলংকার কাছে টাইগারদের টেস্ট সিরিজ পরাজয়

স্বাগতিক বাংলাদেশ দল মেহেদি হাসান মিরাজের লড়াকু ব্যাটিংয়ের পরও চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার কাছে ১৯২ রানে হারলো। টাইগাররা প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ৩২৮ রানে পরাজিত হয়েছিল। এর ফলে, শ্রীলংকা দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো।

এই নিয়ে ষষ্ঠবার বাংলাদেশ দলকে দুই বা তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা। লংকানরা ২০০৮ সালে টাইগারদের দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল।

বাংলাদেশ এই পরাজয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে নেমে গেল। চার ম্যাচে এক জয় ও তিন পরাজয়ে ২৫ শতাংশ পয়েন্ট রয়েছে টাইগারদের। শ্রীলংকা এই টেস্ট জয়ে চার ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠলো।

সফরকারী শ্রীলংকা টেস্টের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে এবং টাইগারদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে পরাজিত হয়।

ম্যাচ-সেরা ও  সিরিজ-সেরা: কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা)

Loading...