loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

টাইগ্রেসরা টি-২০তেও হোয়াইটওয়াশ হলো


টাইগ্রেসরা টি-২০তেও হোয়াইটওয়াশ হলো

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসে সীমিত ওভারের দুই সংস্করণে ছয়টি ম্যাচ জিতেই ফিরছে। শক্তির বিচারে দুই দলের পার্থক্য অনুযায়ী এই ফলাফলটি ছিল অনুমিতই। বাংলাদেশ দলকে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৫৬ রান তাড়া করতে নেমে থামতে হয়েছে ৭৮ রানে। টাইগ্রেসরা এবার নিয়ে গত ছয় ম্যাচে চারটিতেই গুটিয়ে গেলো ১০০ রানের নিচে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও সফরকারী অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো। টাইগ্রেসরা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বৃহস্পতিবার (৪ এপ্রিল) অস্ট্রেলিয়ার কাছে ৭৭ রানে পরাজিত হয়েছে।

বাংলাদেশ দল প্রথম দুই ম্যাচে যথাক্রমে – ১০ উইকেট ও ৫৮ রানে হেরেছিল। ফলে, অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো। সফরকারী দলটি একই ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতেছিল।

টাইগ্রেসরা চলতি মাসের শেষ দিকে প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের বিপক্ষে; সিলেটে যেটি শুরু ২৮ এপ্রিল।

Loading...