loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

লিভারপুলকে টপকে আবারও শীর্ষে আর্সেনাল


লিভারপুলকে টপকে আবারও শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল – তিন দলের দম ধরে রাখার সময়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ‘দি গানার্স’। কোচ মিকেল আর্তেতার দলটি ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়োনের মাঠে শনিবার (৬ এপ্রিল) ম্যাচ জিতেছে ৩-০ ব্যবধানে। 

এর আগে দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ৪-২ ব্যবধানে হারায় ক্রিস্টাল প্যালেসকে। দুই দলের জয়ের পরে আর্সেনাল ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ম্যানসিটি সমান-সংখ্যক ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিন-এ । ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট অর্জন করা লিভারপুল দুইয়ে রয়েছে, যে-দলটি রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলবে।

ব্রাইটনের মাঠে হওয়া ম্যাচে আর্সেনালকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৩ মিনিট পর্যন্ত। গ্যাব্রিয়েল জেসুস ফাউলের শিকার হলে স্পট কিক পায় আর্সেনাল, বুকায়ো সাকা যা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন। দি গানার্স-এর অপর দুইটি গোল এসেছে ৬২ মিনিটে কাই হাভার্টজ এবং ৮৬ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার মাধ্যমে।

Loading...