loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

শিরোপা জিততে লেভাকুজেনের তিন পয়েন্ট লাগবে


শিরোপা জিততে লেভাকুজেনের তিন পয়েন্ট লাগবে

নিজেদের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা শিরোপা জিততে আর মাত্র তিন পয়েন্ট প্রয়োজন বায়া লেভাকুজেনের। কোচ জাবি আলোন্সোর দলটি শনিবার (৬ এপ্রিল) ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে পরাজিত করেছে। অন্যদিকে, বায়ার্ন মিউনিখ ৩-২ গোলে হেরে গেছে হাইডেনহাইমের কাছে। লেভাকুজেন এই জয়ের পরে ২৮ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট  নিয়ে শীর্ষে রয়েছে। সমান-সংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৬০। ৩৪ রাউন্ডের বুন্দেসলিগা শেষ হতে আর মাত্র ছয় ম্যাচ বাকি। পরের রাউন্ডে লেভাকুজেন জিতলে দলটির পয়েন্ট হবে ৭৯। তখন বায়ার্ন জিতলেও পয়েন্ট ব্যবধান থাকবে ১৬-ই। কিন্তু ম্যাচ বাকি থাকবে পাঁচটি; অর্থাৎ, খেলা বাকি থাকবে ১৫ পয়েন্টের। সুতরাং, বায়ার্ন পরের পাঁচটি ম্যাচ জিতলেও এবং লেভাকুজেন পাঁচ ম্যাচ হারলেও শিরোপা জিতবে আলোন্সোর দলই।

চলতি মৌসুমে এখনো পর্যন্ত কোনো ম্যাচ না-হারা লেভাকুজেন তাঁদের পরের ম্যাচটি খেলবে ঘরের মাঠে। সেই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ভের্ডার ব্রেমেন। লেভাকুজেন এই ম্যাচ জিতে গেলে টানা ১১ মৌসুম বুন্দেসলিগা জেতা বায়ার্ন তাঁদের রাজত্ব হারাবে।

অপরাজেয় যাত্রা অব্যাহত রাখতে লেভাকুজেনকে এতিন বেশ কষ্টই করতে হয়েছে। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে দলটিকে রক্ষণকে চাপে রেখেছিল বার্লিন। পক্ষান্তরে, বেশ কিছু ভালো আক্রমণ করেও বার্লিনের জমাট রক্ষণভাগের কারণে গোল পাচ্ছিল না আলোন্সোর দল।

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ের অষ্টম মিনিটে স্পট কিক থেকে লেভাকুজেনের জয়সূচক গোলটি করেন ফ্লোরিয়ান উইটজ। প্রথমার্ধের যোগ করা সময়ের তিন মিনিটে ফাউল লেভারকুসেনের এক খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রবিন গোজেন্স। ফ্রি-কিক পায় লেভাকুজেন। সেই ফ্রি-কিক থেকে বক্সের মধ্যে বল লাগে এক বার্লিন খেলোয়াড়ের হাতে। লম্বা সময় ধরে ভিএআর দেখে রেফারি পেনাল্টি দেন। সেখান থেকেই গোল করে শিরোপার একদম কাছে চলে যায় লেভাকুসেন।

দিনের আরেক ম্যাচে বায়ার্ন প্রথমার্ধে হ্যারি কেইন ও সার্জ গনাব্রির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও হাইডেনহাইমের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে।

Loading...