loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

মেসির গোলের পরও জিততে পারেনি মায়ামি


মেসির গোলের পরও জিততে পারেনি মায়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ইনজুরি কাটিয়ে দলে ফিরেই গোল পেলেন। তবে, মায়ামি মেসির গোলের পরও শনিবার (৬ এপ্রিল) কোলোরাডো র‌্যাপিড্স-এর সাথে ২-২ গোলে ড্র করেছে। দলটি লিগ ও কনকাকাফ মিলিয়ে এটি নিয়ে সর্বশেষ চার ম্যাচেই জয়হীন রইলো। মেসি এদিন ঘরের মাঠে ম্যাচের সেরা একাদশে ছিলেন না। ফলে, মায়ামির আক্রমণেরও ঘাটতি ছিল। দলটি প্রতিপক্ষকে চাপে ফেলার মতো কোনো আক্রমণই করতে পারেনি; উল্টো প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম করে বসে।

যাহােক, মেসি দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন। এরপরই বদলে যায় মায়ামির খেলার ধরন। আক্রমণের ধার বেড়ে যাওয়ায় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দলটিকে। মেসি দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে বক্সের বাইরে থেকে আর্জেন্টিনার ডিফেন্ডার ফ্রাঙ্কো নেগ্রির ক্রস থেকে বল পেয়ে নিঁখুত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান। 

মেসি তিন মিনিট পরে দলকে আবারও গোলের আনন্দে মাতিয়ে তোলেন। তিনি নিজে গোল না-করলেও, দলকে এগিয়ে যেতে অবদান রাখেন; গোলটি করেন লিওনার্ডো আফন্সো। ফলে, মায়ামি ২-১ গোলে এগিয়ে যায়। 

যাহােক, কোলোরাডো ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে গোল করে ম্যাচে সমতা ফেরায়।

মায়ামি এই ড্র’তে আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রইলো। নিউ ইয়র্ক রেড বুল্স সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ফিলাডেল্ফিয়া ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

Loading...