loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট


ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বাংলাদেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড আর্টসেল ক্যানাডায় আটটি কনসার্টে সংগীত পরিবেশন করবে। ব্যান্ডটির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই কনসার্ট আয়োজন করা হয়েছে। দেশটির টরোন্টো, ভ্যাঙ্কুভা, উইনিপেগ, রিজাইনা, সাসক্যাটুন, হ্যালিফ্যাক্সসহ আট শহরে আটটি শো করবেন জর্জ লিংকন ডি কস্টা, সাজু, সেজান, ফায়সাল ও জুয়েলরা।

জানা গেছে, আর্টসেল কনসার্টে অংশ নিতে ২৯ এপ্রিল ঢাকা ছাড়বে। শো শেষে ৩০ মে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁদের।

ব্যান্ডটি মার্চে আয়োজিত জয় বাংলা কনসার্টসহ বেশ কয়েকটি কনসার্টে শ্রোতাদের মাতিয়েছে। আর্টসেল ঢাকা ও ঢাকার বাইরে নিয়মিত কনসার্ট করছে। তাঁদের তৃতীয় স্টুডিয়ো অ্যালবাম ‘অতৃতীয়’  গত বছর প্রকাশিত হয়েছে।

ব্যান্ডটির বর্তমান লাইনআপ: লিংকন (ভোকালিস্ট ও গিটারিস্ট), সাজু (ড্রামার), ফায়সাল (লিড গিটারিস্ট), জুয়েল (লিড গিটারিস্ট) ও সেজান (বেসিস্ট)।

Loading...