loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

মেসির নৈপুণ্যে ইন্টার মায়ামির জয়


মেসির নৈপুণ্যে ইন্টার মায়ামির জয়

লিওনেল মেসি নিজে করলেন দুই গোল; দলের অন্য গোলটির অ্যাসিস্টও করলেন তিনি। ফলে, মেজর লিগ সকারে ইন্টার মায়ামি শনিবার (২০ এপ্রিল) ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে। নতুন মৌসুমের শুরুটা স্বপ্নের মতো কাটছে আর্জেন্টাইন তারকার। তিনি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচ খেলে নয়টি গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন আটটি। ২০১৬ সালের পরে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস-এ মৌসুমের শুরুর ছয় ম্যাচের প্রতিটিতে অন্তত একটি গোল করলেন মেসি।

মেসি এদিন একাদশ মিনিটে লক্ষ্যভেদ শুরু করেন। বার্সেলোনার সাবেক সতীর্থ উরুগুয়ে ফরোয়ার্ড লুই সুয়ারেসের অ্যাসিস্টে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। তাঁর শট প্রথমে আটকে দিয়েছিলেন ন্যাশভিলের গোলরক্ষক; কিন্তু ফিরতি বল পেয়ে লুই সুয়ারেস আবার বল দেন মেসির দিকে; এবার আর বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি মেসির। এই গোলেই সমতা ফেরায় জেরার্দো তাতা মার্তিনোর দল।

মায়ামি এর আগে দ্বিতীয় মিনিটে ফ্রাংকো নেগরির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল। যাহোক, দলটি ওই গোল শোধ দিয়ে মধ্যবিরতির আগেই ২-১ গোলে এগিয়ে যায়। ৩৯ মিনিটে মায়ামির হয়ে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার আরেক সাবেক তারকা সের্হিয়ো বাস্কেট্স। এই স্প্যানিশ তারকা মেসির অ্যাসিস্টে বল জালে জড়ান। এরপর ৮১ মিনিটে পেনাল্টি থেকে মেসি দ্বিতীয়বার লক্ষ্যভেদ করলে মায়ামির জয় নিশ্চিত হয়ে যায়।

ডেভিড বেকহামের মায়ামি মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান ধরে রেখেছে । ১০ ম্যাচ খেলে ইন্টার মায়ামির অর্জন ১৮ পয়েন্ট। তাঁদের চেয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রেড বুল্সের অর্জন ১৬ পয়েন্ট।

Loading...