loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম সিরি আ শিরোপা জয়


পাঁচ ম্যাচ আগেই  ইন্টারের ২০তম সিরি আ শিরোপা জয়

কোচ সিমোনে ইনজাগি ২৪ বছর পরে আবার সিরি আ লিগের শিরোপা জয়ের স্বাদ পেলেন; এবার অবশ্য কোচ হিসেবে। ইন্টার মিলান সোমবার (২২ এপ্রিল) এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই সিরি আর শিরোপা জয় নিশ্চিত করেছে। ক্লাবটির ইতিহাসে এটি ২০তম স্কুডেট্টো বা সিরি আ শিরোপা। আর আট বছরের কোচিং ক্যারিয়ারে ইনজাগির এটা প্রথম সিরি আ শিরোপা। ইনজাগি এর আগে খেলোয়াড়ি জীবনে ২০০০ সালে সিরি আ জিতেছিলেন লাৎসিও’র হয়ে।

ইন্টার মিলান মিলান ডার্বি জিতেই লিগ শিরোপা নিশ্চিত করলো। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে ইন্টার কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে ২-১ গোলে। ক্লাবটি এনিয়ে বিংশতমবারের মতো ইতালির সর্বোচ্চ লিগ জেতার গৌরব অর্জন করলো । পাঁচ ম্যাচ হাতে রেখে ৮৬ পয়েন্ট নিয়ে দুই মৌসুম পর স্কুদেত্তো উদযাপনে মাতল সিমোনে ইনজাগির দল। দুইয়ে থাকা এসি মিলানের চেয়ে ইন্টার ১৭ পয়েন্টে এগিয়ে থেকে লিগ শিরোপা ঘরে তুললো।

ফ্রান্সসিকো অ্যাকারবি সান সিরোতে সোমবার (২২ এপ্রিল) ম্যাচের ১৮ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন। তিনি কর্নার থেকে আসা বল বেঞ্জামিন প্যাভার ফ্লিক ছয় গজ বক্সে পেয়ে তা হেডে লক্ষ্যভেদ করেন। এসি মিলান ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও প্রথমার্ধে পারেনি।

ইন্টার মিলান দ্বিতীয়ার্ধে ব্যবধান বৃদ্ধি করতে সক্ষম হয়। মধ্যবিরতি থেকে ফেরার চার মিনিটের মধ্যেই লিড পেয়ে যায় ইনজাগির দল। প্যাভার লম্বা পাস পেয়ে মিলানের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দারুণ ফিনিশিং করেন মার্কাস থুরাম। দুই গোলে পিছিয়ে পড়া এসি মিলানের আশা জেগেছিল ৮০ মিনিটে ফিকায়ো তোমোরি গোল করলে; যদিও শেষ পর্যন্ত আর ইন্টারের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি।

শেষ দিকে ইন্টারের ডেনজেল ড্রাম্ফ্রিস ও মিলানের থিও হার্নান্দেস লালকার্ড দেখে মাঠ ছাড়েন। দুই দলই পরিণত হয় দশ জনের দলে। ইন্টার অবশ্য রক্ষণ আগলে রেখেই জয় নিশ্চিত করে লিগ শিরোপা উদযাপনে মাতোয়ারা হয়।

সিমোনে ইনজাগি কোচ হিসেবে সিরি আতে প্রথম শিরোপা জিতলেও এর আগে অন্য প্রতিযোগিতায় সাফল্য ঠিকই পেয়েছেন। তিনি খেলোয়াড়ি জীবন শেষে তাঁর কোচিং ক্যারিয়ার শুরু করেন লাৎসিওতে। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত সেখানে তিনি জেতেন তিনটি শিরোপা – দু’টি ইতালিয়ান সুপার কাপ, একটি ইতালিয়ান কাপ। তিনি ২০২১-২২ মৌসুমে দায়িত্ব নেন ইন্টারের। প্রথম মৌসুমেই দলকে জেতান ইতালিয়ান কাপ। পরের মৌসুমে শিরোপাটি ধরে রাখেন তিনি। এছাড়া ইন্টারের হয়ে টানা তিন বছর জিতেছেন ইতালিয়ান সুপার কাপ।

৪৮ বছর বয়সী ইনজাগি নিজের কোচিং ক্যারিয়ারে এখন পর্যন্ত যা পেয়েছেন – তা নিয়ে খুশিই। বিশেষ করে ইন্টার মিলানের ডাগআউটে নিজের অর্জন নিয়ে তিনি বেশ সন্তুষ্ট। সোমবার সিরি আর শিরোপা জয়ের পর তিনি বলেছেন, ‘তিন বছরে ছয়টি ট্রফি জয় এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা, এতটা সাফল্য পাওয়ার কল্পনা করা কঠিনই। আপনাকে পুরো তিন বছরকে একসঙ্গে দেখতে হবে। এ-বছর আমাদের ভালো কেটেছে। কিন্তু এই জয়ের পথ অনেক লম্বা সময় নিয়ে তৈরি করা হয়েছে।’

Loading...