loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের জয়


প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের জয়

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে। দলটি কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে শনিবার (৮ জুন) এই প্রীতি ম্যাচে অংশ নেয়। সেলেকাও প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে এন্ড্রিকের শেষ মুহূর্তের গোলে জয় পায়।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে খেলতে থাকে ব্রাজিল;  ৩০ সেকেন্ডেই এগিয়েও যেতে পারতো। আন্দ্রেস পেরেইরার ক্রস ঠিকমতো পায়ে লাগাতে পারেনি মার্টিনেল্লি। অবশ্য ম্যাচের পাঁচ মিনিটেই সাভিওর পাস থেকে আন্দ্রেস পেরেইরার গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধ ১-০ গোলে ব্যবধানেই শেষ হয়।

৫৪ মিনিটে মার্টিনেল্লি এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। যখন সবাই ভাবছিল – বড় ব্যবধানে জিতবে ব্রাজিল, ঠিক তখনই জ্বলে ওঠে মেক্সিকান ফুটবলাররা। ৭৩ ও  ৯২ মিনিটে মেক্সিকো গোল করলে খেলায়  ২-২ এ সমতায় আসে।

যাহোক, এন্ড্রিক যোগ করা সময়ের শেষ দিকে ভিনিসিয়ুসের ক্রস থেকে হেডে দারুণ গোল করে ব্রাজিলকে ৩-২ গোলের অসাধারণ এক জয় উপহার দেন। এনিয়ে টানা তিন ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করলেন এই স্ট্রাইকার।

Loading...