‘তুফান’ মুক্তির তিন সপ্তাহ পার হচ্ছে। মেগাস্টরা শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ছবিটি ইতোমধ্যে দেশের বাইরেও মুক্তি পেয়েছে। দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের খবর শোনা যাচ্ছে। কাঙ্ক্ষিত সময়ে ছবি দেখার টিকিট পাওয়া যাচ্ছে না – এমন খবরও দেশের পাশাপাশি দেশের বাইরে থেকে আসছে। ‘তুফান’ নিয়ে যখন হৈচৈ চলছে – তখনই শাকিব খানের আরেকটি ছবি ‘দরদ’ মুক্তির ঘোষণা এলো। সম্প্রতি ছবিটির পরিচালক অনন্য মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান, আগামী সেপ্টেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। তিনি জুলাইয়ের মাঝামাঝি ছবিটির থেকে পুরোদস্তুর প্রচারেও নামবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘দরদ’। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়া ছবিতে অভিনয় করেছেন – পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া ও এলিনা শাম্মী। বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে – হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।
ঈদ-উল-আজহায় প্রকাশ পেয়েছিল ‘দরদ’ ছবির টিজার, যেখানে বহুরূপী এক শাকিব খানকে দেখা গেছে। টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রোমান্সের বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে; সঙ্গে ছিল অ্যাকশন ও সাসপেন্স। টিজার দেখে মনে হয়েছে, এই ছবিতে দুর্দান্ত গল্পের সঙ্গে বাণিজ্যিক সফলতার সব ধরনের উপাদানই রয়েছে।