loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু

  • এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের সাত নির্দেশনা জারি

  • ঢাকা বিমানবন্দরে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

  • বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নৌবাহিনীর প্রতিশ্রুতি পুনঃব্যক্ত

  • জানুয়ারির ১১ দিনে ৭৩ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স প্রাপ্তি

বিজিবি কর্তৃক দেশের ও সীমান্তের নিরাপত্তা বৃদ্ধি


বিজিবি কর্তৃক দেশের ও সীমান্তের নিরাপত্তা বৃদ্ধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী অঞ্চলসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জন্য, সীমান্ত নিরাপত্তায় এবং সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়সহ জনসাধারণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করছে। বিজিবি এ-লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১০ অগাস্ট) এ-তথ্য জানানো হয়। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

এতে বলা হয়, সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মাঝে নিরাপত্তা-ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পরিদর্শন, মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে বিজিবি, যেখানে মুসলিম ও হিন্দুসহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এছাড়াও সংখ্যালঘুঅধ্যুষিত সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি সারাদেশের সীমান্তবর্তী থানাসহ বিভিন্ন থানার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে থানার নিরাপত্তা জোরদার ও আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় সভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছে।

এছাড়া, বিজিবি সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে দিনরাত বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজ করছে। বিজিবি এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার বিভিন্ন পোশাক কারখানার নিরাপত্তায়ও সেনাবাহিনীর সাথে কাজ করছে। তাছাড়া, মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি’র স্থল ও নৌ টহল জোরদার করা হয়েছে।

Loading...