loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু

  • এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের সাত নির্দেশনা জারি

  • ঢাকা বিমানবন্দরে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

  • বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নৌবাহিনীর প্রতিশ্রুতি পুনঃব্যক্ত

  • জানুয়ারির ১১ দিনে ৭৩ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স প্রাপ্তি

সুপার কাপে রিয়ালকে বিধ্বস্ত করে বার্সার শিরোপা জয়


সুপার কাপে রিয়ালকে বিধ্বস্ত করে বার্সার শিরোপা জয়

সুপার কাপের এল ক্লাসিকোয় লামিনে ইয়ামাল, রবার্ট লেভান্ডোস্কি, রাফিনিয়ারা মরুভূমির দেশে এফসি বার্সেলোনাকে শিরোপা জেতালেন। বার্সেলোনা সৌদি আরবের মাঠে শ্রেষ্ঠত্বের মঞ্চে ৫-২ ব্যবধানে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে। এতে ক্যাটালান ক্লাবটির রেকর্ডটা আরও সমৃদ্ধ হলো। সর্বোচ্চবার চ্যাম্পিয়ন বার্সার এটি পঞ্চদশ শিরোপা। বার্সার রেকর্ড-সমৃদ্ধির এই শিরোপা কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম।

সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে রোববার (১২ জানুয়ারি) দুই দলই শুরু থেকেই আক্রমণের করে খেলেছে। অবশ্য ফল ভোগ করে রিয়াল মাদ্রিদ। নির্দিষ্ট করে বললে – কিলিয়ান এমবাপে। বল নিয়ে যেভাবে নিজের ট্রেডমার্ক দৌড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বল জালে পাঠাতে অভ্যস্ত তিনি, এদিন তেমনটাই দেখা গেছে। পঞ্চম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে মাঝ মাঠে বল পেয়ে শুরু করলেন দৌড়; প্রতিপক্ষের ডিফেন্ডার বালদেকে দুই পায়ের কারুকাজে কিছুটা পরাস্ত করে বার্সার ডি বক্সে প্রবেশ করে গোলরক্ষক ওয়াইচেক স্টেজনিকে পরাস্ত করেন।

অথচ, কাউন্টার অ্যাটাকে পাওয়া এমবাপের গোলের আগে দ্বিতীয় মিনিটে গোল পাওয়ার কথা ছিল লামিনে ইয়ামালের। কিন্তু থিবো কোর্টোয়া বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট প্রতিহত করে দেন। এর দুই মিনিট পরে রিয়ালকে আরেকবার বাঁচান বেলজিয়ামের সাবেক গোলরক্ষক, রাফিনিয়ার হেডকে জালে জড়াতে না-দিয়ে।

যাহোক, তারপরের কাহিনী শুধুই বার্সার। পিছিয়ে পড়া দলটি নিজেদের গুছিয়ে সমতায় ফেরার চেষ্টা করে ফল পেয়েছে ম্যাচের ২২ মিনিট থেকে। ১৭ বছর বয়সী লামিনে দুর্দান্ত এক গোল করলেন। দলটি প্রথমার্ধে ৭৮ শতাংশ বল পজিশনই শুধু রাখেনি, তিন মিনিটের মধ্যে দুই গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৩৬ মিনিটে গাভিকে এডোয়ার্দো কামাভিঙ্গা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা; তা থেকে গোল করতে ভুল করেননি লেভান্ডোস্কি। দুই মিনিট পরে রাফিনিয়া হেডে ব্যবধান ৩-১ করেন।

বার্সেলোনা যোগ করা সময়ে আরেকটি গোল করে রিয়ালকে ম্যাচ থেকেই ছিটকে দেয়। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল করেন ডিফেন্ডার বালদে (৪-১)। 

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর বিপরীতে আরেকটি গোল হজম করে রিয়াল। ৪৮ মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোল করেন (৫-১)।

রিয়াল অবশ্য পরের মিনিটেই ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। তবে ৪৯ মিনিটে রদ্রিগোর নেওয়া শট জালে জড়ায়নি। চার গোলে পিছিয়ে থাকা রিয়ালের ম্যাচে ফেরাটা তখনই শেষ হয়ে যায়। অবশ্য এরপরেও  রিয়াল ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল।

৫৬ মিনিটে যখন ‍বক্সের বাইরে এসে এমবাপেকে ফাউল করেন বার্সা গোলরক্ষক স্টেজনি। শুরুতে ফরাসি তারকাই ফাউল করেছেন বলে হলুদ কার্ড দেখান রেফারি গিল মানজানো। এর প্রতিবাদ করলে ভিনিও হলুদ কার্ড দেখেন। তবে ভিএআর-এ সেই সিদ্ধান্ত বদলে যায়। এমবাপে-ভিনির হলুদ কার্ড বাতিল করে রেফারি স্টেজনিকে লাল কার্ড দেখান। রদ্রিগো ওই ফাউলের ফ্রি কিক থেকে ব্যবধান ৫-২ করেন।

বাকি ৩৪ মিনিটসহ যোগ করা সময়ে ১০ জনের বার্সাকে পেয়ে গেলেও সেই সুযোগ মোটেই কাজে লাগাতে পারেনি রিয়াল। গোল করতে মরিয়া কার্লো আনচেলত্তির দল ৯০ মিনিটে একটা মাত্র সুযোগ পেয়েছিল। এমবাপের দারুণ ব্যাকহিলে বলকে যথাসময়ে সঠিক পথে নিতে পারেননি জুড বেলিংহাম।

এমবাপে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়েই যাচ্ছিলেন; কিন্তু বাধা হয়ে দাঁড়ান বদলি গোলরক্ষক ইনাকি পিনা। এর পরেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন।

বার্সা এর আগের এল ক্লাসিকোয় (লা লিগায়) সান্টিয়াগো বার্নাবিউতে রিয়ালকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল।

Loading...