ফাইল ছবি
এবারের বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারি, শুক্রবার শুরু হবে বলে জানা গেছে। বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীদের ইজতেমার প্রথম পর্বের মধ্যদিয়ে দুই পর্বের বিশ্ব ইজতেমা হবে বরাবরের মতোই ঢাকার উপকন্ঠে অবস্থিত টঙ্গীর তুরাগ নদীর তীরে। প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে ২ ফেব্রুয়ারি। চারদিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব (মাওলানা সা’দ কান্ধলভী অনুসারীদের) হওয়ার কথা রয়েছে। বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বর্তমানে মাঠ প্রস্তুত করার কাজ চলছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
ইজতেমার সেচ্ছাসেবীরা তুরাগ তীরে প্রায় ১৬০ একর ময়দানে শামিয়ানা, খিত্তায়-খিত্তায় বাঁশের খুঁটি স্থাপন, ছাতা-মাইক টানানো, টয়লেট পরিচ্ছন্ন করাসহ বিভিন্ন কাজ করছেন। ময়দানে বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হচ্ছে বয়ান করার মূল মঞ্চ।
আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী আশা করছে, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে ইজতেমা হবে। ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
ইজতেমা ময়দানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন।