দেশের বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকরা রোববার (২৫ অগাস্ট) থেকে এক হিসাব থেকে নগদ চার লাখ টাকা পর্যন্ত উত্তোলন পারবেন। পরবর্তী নির্দেশনা না-দেওয়া পর্যন্ত এই নিয়মে টাকা তোলা যাবে।
গত সপ্তাহে তিন লাখ টাকা পর্যন্ত তোলা যেত। এরর আগের সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল।
নগদ টাকা পরিবহনে নিরাপত্তাশংকা এবং অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাত অস্থিতিশীল করতে পারেন – এমন আশংকা থেকে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। অবশ্য প্রতি সপ্তাহেই সেই সীমা বাড়ানো হচ্ছে। নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।
এখন নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে এই সীমা প্রত্যাহার করা হবে বলে জানা গেছে।