loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে টাইগারদের ২৮০ রানে পরাজয়

  • লা লিগায় এমবাপের টানা চার গোল, রিয়ালের জয়

  • মেসির মায়ামির রেকর্ড গড়ার স্বপ্নে এক ধাক্কা

  • তিন ফরম্যাটে তামিমকে টপকে শীর্ষে মুশফিক

  • প্রধান উপদেষ্টার জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

লা লিগায় এমবাপের টানা চার গোল, রিয়ালের জয়


লা লিগায় এমবাপের টানা চার গোল, রিয়ালের জয়

সম্প্রতি কিলিয়ান এমবাপের বেশ সমালোচনা হয়েছে – লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল না-পাওয়ায়। তাঁর গোল না-পাওয়া ম্যাচগুলোয় বেগ পেতে দেখা গেছে রিয়াল মাদ্রিদকেও। অনেকে তখন এমবাপেকে মনে করিয়ে দিয়েছিলেন যে – লা লিগা কোনো ফার্মার্স লিগ  নয় (প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলক কম থাকার কারণে ফরাসি লিগ ওয়ান’কে অনেকে ফার্মার্স লিগ বলে থাকেন)। যাহোক, এমবাপে এসব সমালোচনায় জবাব ভালোভাবেই দিয়ে চলেছেন। লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল না-পাওয়া ফরাসি তারকা পরের তিন ম্যাচে পেলেন চার গোল। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ চার ম্যাচে তাঁর গোল সংখ্যা পাঁচ। তিনি শনিবার (২১ সেপ্টেম্বর) এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জেতা ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন। এর ফলে এমবাপে একুশ শতকে রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন লিগ ম্যাচে স্পট কিক থেকে গোল করলেন। 

তিনি এদিন গোল করার পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রকে গোল করতে সহায়তাও করেছেন। রিয়ালের হয়ে এটিই তাঁর প্রথম গোল-অ্যাসিস্ট।

ভিনিসিয়ুস জুনিয়রও এই ম্যাচে এমবাপের পাশাপাশি নিজের স্বাভাবিক নৈপুণ্য দেখিয়েছেন। প্রথমার্ধে গোল না-পাওয়া এবং আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া রিয়াল ম্যাচে ফেরে মূলত ৫৫ মিনিটে বদলি হিসেবে ভিনিসিয়ুস মাঠে নামার পরেই। তিনিও গোল করার পাশাপাশি গোলে সহায়তা করেছেন। রিয়ালের বাকী দুই গোল করেছেন – রদ্রিগো ও দানি কারভাহাল।

অবশ্য এই জয়ের পরও লা লিগার পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকতে হচ্ছে রিয়ালকে। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৫। রোববার রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা।

রিয়াল এই জয়ে লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত রইলো। ঘরোয়া লিগে দলটি সর্বশেষ ম্যাচ হেরেছিল এক বছর আগে, গত বছরের সেপ্টেম্বরে, অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে।

Loading...