loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে টাইগারদের ২৮০ রানে পরাজয়

  • লা লিগায় এমবাপের টানা চার গোল, রিয়ালের জয়

  • মেসির মায়ামির রেকর্ড গড়ার স্বপ্নে এক ধাক্কা

  • তিন ফরম্যাটে তামিমকে টপকে শীর্ষে মুশফিক

  • প্রধান উপদেষ্টার জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে টাইগারদের ২৮০ রানে পরাজয়


প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে টাইগারদের ২৮০ রানে পরাজয়

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেই পরাজয় লেখা হয়ে গিয়েছিল বাংলাদেশের ভাগ্যে। ভারত তাঁদের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে গুঁটিয়ে যাওয়া টাইগারদেরকে ফলোঅনে না-পাঠিয়ে ৫১৫ রানের লক্ষ্য দেয়। তাই এই ম্যাচ জিততে হলে রীতিমতো ইতিহাস গড়তে হতো বাংলাদেশ দলকে। আর সেটা যে সম্ভব নয় – তা এক রকম জানাই ছিল। ফলে, প্রত্যাশাটা ছিল শুধুই লড়াইয়ের। যাহোক, সেই লড়াইটুকুও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ দিনে ছয় উইকেট হাতে রেখে ব্যাট করতে নামা বাংলাদেশ পার করতে পারেননি সকালের সেশনটাও; ম্যাচ হেরেছে ২৮০ রানের বড় ব্যবধানে।

দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ পিছিয়ে পড়লো ০-১ ব্যবধানে। দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ২৭ সেপ্টেম্বর, কানপুরে।

চতুর্থ দিনে চার উইকেটে ১৫৮ রানে দিন শুরু করা বাংলাদেশকে এদিন স্বপ্ন দেখাচ্ছিল সাকিব আল হাসান-শান্ত জুটি। মনে হচ্ছিল – হারলেও অন্তত লড়াই করবে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি সাকিব ২৫ রানে সাজঘরের পথ ধরলে। খানিক পর ফিরে যান ফর্মে থাকা লিটন দাস।

অশ্বিন-জাদেজার ঘূর্ণি বলে দিশেহারা হয়ে ভুল করে বসেন মেহেদী হাসান মিরাজও; তখনও উইকেটে টিকে ছিলেন শান্ত। তবে তিনি মিরাজের পরে আর টিকতে পারেননি। তাঁকে জাদেজার শিকার হয়ে ৮২ রান করে ফিরতে হয়েছে। এরপর বাংলাদেশের ইনিংস থেমেছে ২৩৪ রানে।

টেস্টে রানের হিসাবে ভারতের কাছে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।

বাংলাদেশের একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রিশভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

Loading...