loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

দ. আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে নেই সাকিব


দ. আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে নেই সাকিব

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার (২১ অক্টোবর) শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে সাকিব আল হাসানের খেলার কথা ছিল। শঙ্কা থাকলেও তিনি ‘নিরাপত্তার নিশ্চয়তা’ পেয়ে দেশের পথে রওয়ানা-ও হয়েছিলেন। যাহোক, সেই নিরাপত্তা শঙ্কাতেই শেষ পর্যন্ত তাঁকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছে; আর তাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল – স্কোয়াডে থাকলেও মিরপুর টেস্টে সাকিবের মাঠে নামা হবে-না। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম টেস্টের দল থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবকে বাদ দিয়েছে। নির্বাচকরা শুক্রবার (১৮ অক্টোবর) তাঁর জায়গায় স্পিনার হাসান মুরাদকে অন্তর্ভুক্ত করেছেন।

২৩ বছর বয়সী স্পিনার মুরাদ গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন। যদিও সেবার তাঁর জাতীয় দলে অভিষেক হয়নি। তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। মুরাদ সেখানে দুটি ম্যাচও খেলেছেন।

মুরাদ বাঁহাতি স্পিন বোলিং করেন। তিনি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এরই মধ্যে শিকার করেছেন ১৩৬ উইকেট।

সাকিবের বদলি হিসেবে দলে এলেও প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়া মোটেই সহজ হবে-না। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাঁদের কাউকে টপকে টেস্টে মুরাদের সুযোগ পাওয়াটা কঠিনই হবে হয়তো।

প্রথম টেস্টে বাংলাদেশের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Loading...