loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি


বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি

পর্দা নামলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুবাইয়ে রোববার (২০ অক্টোবর) রাতে ফাইনালে মুখোমুখি হলো। এর আগেই টুর্নামেন্টের সেরা একাদশের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সেরা একাদশে একমাত্র এশিয়ান ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টাইগ্রেসরা বিশ্বকাপে তেমন ভালো করতে না-পারলেও ৩৪ গড়ে ব্যাটিং আর স্টাম্পের পেছনে নির্ভরতার নাম হয়ে এই স্বীকৃতি পেলেন জ্যোতি।

সিএ’র একাদশে ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিকেই বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস – দু’জনেই টুর্নামেন্টে দারুণ ব্যাট করেছেন। পাঁচ ম্যাচে লরা উলভার্ট করেছেন ১৯০ রান; আর তাজমিনের রান ১৭০। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দু’জনেই। তিনে আরেক ফাইনালিস্ট নিউজিল্যান্ডের জর্জিয়া প্লিমারকে রেখেছে সিএ। পাঁচ ম্যাচে তাঁর ব্যাটেও এসেছে ১৭০ রান।  

ব্যাটারদের মধ্যে একাদশে আরও জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ ও ওয়েস্ট ইন্ডিজের দিয়ান্দ্রা দোতিনের।

আসরের ‘সেরা’ অলরাউন্ডার নাম অ্যামিলিয়া কার অবধারিতভাবেই একাদশে জায়গা করে নিয়েছেন। তিনি পাঁচ ম্যাচে ৯২ রান করার পাশাপাশি ৪.৬০ গড়ে বল করে পেয়েছেন ১২ উইকেট।

বাংলাদেশ অধিনায়ক জ্যোতির ব্যাটে এসেছে চার ম্যাচে ৩৪.৬৬ গড়ে ১০৪ রান। আর উইকেটের পেছনে একটি ক্যাচের পাশাপাশি ছয়টি স্টাম্পিংয়ের কৃতিত্ব তাঁর।

বোলারদের মধ্যে রয়েছেন – দুই অজি তারকা অ্যানাবেল সাদারল্যান্ড ও মেগান শ্যুট। সাদারল্যান্ড ১০-এর বেশি রান দিয়ে পেয়েছেন নয় উইকেট। মেগানের শিকার আটটি উইকেট। 

কিউই বোলার ইডেন কার্সনও আট উইকেটের সুবাদে জায়গা করে নিয়েছেন এই স্কোয়াডে। দলের শেষ সদস্য ননকুলুলেকো এমলাবা। দক্ষিণ আফ্রিকার এই বোলার এই আসরে পেয়েছেন ১০ উইকেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে বিশ্বকাপের একাদশ
লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, জর্জিয়া প্লিমার, মারিজানে কাপ, দিয়ান্দ্রা দোতিন, অ্যামেলিয়া কার, নিগার সুলতানা জ্যোতি, অ্যানাবেল সাদারল্যান্ড, ইডেন কার্সন, মেগান শ্যুট ও ননকুলুলেকো এমলাবা।

Loading...