loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

ঢাকায় পাঁচ দিনব্যাপী পাটপণ্য মেলা ২৬-৩০ নভেম্বর


ঢাকায় পাঁচ দিনব্যাপী পাটপণ্য মেলা ২৬-৩০ নভেম্বর

প্রতীকী ছবি

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় জেডিপিসি মাঠে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা হবে। এই মেলার সঙ্গে থাকবে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা। মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রায় ৩০টি স্টল থাকবে, যেখানে বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরনের জুতা ও শো-পিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে। বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই মেলা উদ্বোধন করবেন। জেডিপিসি-তে সোমবার (৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ-সময় জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

জেডিপিসি’র নির্বাহী পরিচালক বলেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে মেলাটি আয়োজন করা হয়েছে। সরকার পলিথিনের বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। পরে দেশের বিভিন্ন স্থানে এই মেলা আয়োজন করা হবে।

রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রসঙ্গে এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেন বলেন, পাট বিষয়ে রচনা (এক থেকে তিন হাজার শব্দের মধ্যে) লিখতে গিয়ে প্রতিযোগীরা পাট সম্পর্কে আরও জানবে এবং জানতে আরও আগ্রহী হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের পেইজের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

পাটের উৎপাদন ও সাপ্লাই চেইন ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে।

বহুমুখী পাটপণ্যের প্রচার ও ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে বহুমুখী পাটপণ্যের এই একক মেলা আয়োজন করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে সারা বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ ঘোষিত হয়েছে। পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের উদ্যোগে সোনালী আঁশ পাট দিয়ে স্থিরচিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতাও আয়োজন করা হবে।

সবার জন্য উন্মুক্ত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

Loading...