loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু

  • এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের সাত নির্দেশনা জারি

  • ঢাকা বিমানবন্দরে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

  • বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নৌবাহিনীর প্রতিশ্রুতি পুনঃব্যক্ত

  • জানুয়ারির ১১ দিনে ৭৩ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স প্রাপ্তি

আইসিএসবি-এআইইউবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


আইসিএসবি-এআইইউবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ (আইসিএসবি) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক কল্যাণের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত করেছে। এআইইউবি ক্যাম্পাসে সোমবার (৫ নভেম্বর) এআইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং আইসিএসবি শিক্ষা কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের একাডেমিক ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, জ্ঞান ও সাম্প্রতিক তথ্য বিনিময়, গবেষণা কার্যক্রম, কারিকুলামের উন্নয়ন, প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনসহ সার্বিক উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে, যা নির্দিষ্ট শর্তাবলীর অধীনে পরিচালনা করা হবে।

সমঝোতা স্মারকের পাশাপাশি, ‘আনলকিং ইউর পোটেনশিয়াল উইথ আইসিএসবি: এ জার্নি টু প্রফেশনাল এক্সিলেন্স’  শীর্ষক এক ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে আইসিএসবি দলের নেতৃত্বে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান। আইসিএসবি’র অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন – ট্রেজারার কেষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কাউন্সিল সদস্য মো. আজিজুর রহমান, কাউন্সিল সদস্য ওলিকামাল, কাউন্সিল সদস্য মো. করিফ হাসান, কাউন্সিল সদস্য ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, ফারুক আহমেদ পাটোয়ারী, আইসিএসবি’র সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নির্বাহী পরিচালক  মো. কামিবুর রহমান, পরিচালক (শিক্ষা) কাজী আন্দালীব আমীন এবং অতিরিক্ত পরিচালক (শিক্ষা) মেহেদী হাসান।

এআইইউবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন – উপ-উপাচার্য ড. মো. আব্দুর রহমান, স্নাতকোত্তর প্রোগ্রামের পরিচালক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. কামরুল হাসান, মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. পার্থ প্রসাদ চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আফতাব আনোয়ার ও এসসিএম বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. তামজিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক এম. এস. বোহী শাহজাহান এবং সহকারী অধ্যাপক ও পরিচালক আর. তারেক মওদুদ।

ভাইস-প্রেসিডেন্ট এ. কে. এম. মুশফিকুর রহমান আইসিএসবি-এর সকল প্রতিনিধিকে এআইইউবি’র উপাচার্যের সাথে পরিচয় করিয়ে দেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার সম্ভাবনা এবং আইসিএসবি’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

উভয় পক্ষই সম্পদ উন্নয়ন ও বিনিময়, কর্মশালা, সেমিনার-সম্মেলন এবং অন্যান্য তথ্য ও জ্ঞান বিনিময়মূলক কার্যক্রমে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে।

Loading...