loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

পররাষ্ট্র সচিবের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ


পররাষ্ট্র সচিবের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ ইউ-সে সোমবার (১১ নভেম্বর) পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র সচিব এ-সময় অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের বিষয়ে হাইকমিশনারকে ব্রিফ করেন এবং অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতায় সিঙ্গাপুরের সহায়তা কামনা করেন। উভয়ই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার সূচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন যে – এফটিএ দুই দেশের মধ্যে অধিকতর অর্থনৈতিক সম্পৃক্ততা সহজতর করবে।

পররাষ্ট্র সচিব জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ান-এর সহায়তায় সিঙ্গাপুরের ভূমিকার ওপর জোর দেন। মো. জসিম উদ্দিন দেশের দক্ষিণাঞ্চলে বৃহৎ রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থানের বিরূপ প্রভাব সম্পর্কেও হাইকমিশনারকে অবহিত করেন।

পররাষ্ট্র সচিব আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন।

Loading...