loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ৬০ দিন বৃদ্ধি


সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ৬০ দিন বৃদ্ধি

অন্তর্বর্তী সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো দুই মাস (৬০ দিন) বৃদ্ধি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুক্রবার (১৫ নভেম্বর) জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে স্পেশাল  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এ  প্রেশনে থাকা সমপদমর্যাদার  কর্মকর্তারাও বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ৬০ দিনের জন্য অর্পন করা হয়।  

এর আগে সরকার গত ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনা কর্মকর্তাদের ৬০ দিনের জন্য বিচারিক  ক্ষমতা দেয়। এর কয়েক দিন পরে ৩০ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা  দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের।

Loading...