পর্তুগাল শুক্রবার (১৫ নভেম্বর) ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুই গোলে পোল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ইউয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে। ইতোমধ্যে শেষ আটের উত্তীর্ণ হওয়া স্পেন পরাজিত করেছে ডেনমার্ককে। রবার্তো মার্টিনেজের পর্তুগাল গ্রুপ এ১-এর শীর্ষ দল হিসেবে এক ম্যাচ বাকি রেখেই শেষ আট নিশ্চিত করলো। আগামী মার্চে নেশন্স লিগের নক-আউট পর্ব শুরু হবে।
এই পরাজয়ে পোল্যান্ডের আর পরের রাউন্ডে যাবার কোন সুযোগ নেই; এমনকি দলটি আগামী সপ্তাহে স্কটল্যান্ডের কাছে পরাজিত হলে রেলিগেটেড হয়ে যাবে।
এদিন গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ড জন ম্যাকগিনের শেষ মুহূর্তের গোলে ১০ জনের ক্রোয়েশিয়াকে ১-০ ব্যবধানে পরাজিত করে আশা টিকিয়ে রেখেছে ।
ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন কোপেনহেগেনে ডেনমার্ককে ২-১ গোলে পরাজিত করে গ্রুপ-এ ৪-এএ এখনো অপরাজিত রয়েছে।
এ-পর্যন্ত শেষ আটে উন্নীত অন্যান্য দলগুলো হলো – ফ্রান্স, জার্মানি ও ইতালি।