loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

পিছিয়ে পড়েও মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশের জয়


পিছিয়ে পড়েও মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশের জয়

বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েও সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মাচ জিতেছে। মজিবুর রহমান জনির নজরকাড়া লক্ষ্যভেদে প্রথমার্ধের শেষদিকে সমতার স্বস্তি মেলার পরে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাল কাঁপিয়ে দলকে উল্লাসে মাতিয়েছেন পাপন সিং। বাংলাদেশ দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় এই দুই মিডফিল্ডারের কল্যাণে শনিবার (১৬ নভেম্বর) মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারালো।

এদিন মালদ্বীপ ২৪ মিনিটে আলি ফাসিরের গোলে এগিয়ে যায়। বাংলাদেশ ৪৩তম মিনিটে জনির নৈপুণ্যে সমতা টানে। এরপর শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ব্যবধান গড়ে দেন বদলি নামা পাপন।

স্বাগতিক দল গত বুধবার একই ভেনুতে হওয়া আগের লড়াইয়ে মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছিল। অর্থাৎ, দুই ম্যাচের সিরিজ শেষ হলো সমতায়।

চলতি বছরে এটি ছিল বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আট ম্যাচে দুই জয়ের বিপরীতে ছয়টি পরাজয়ের স্বাদ পেতে হয়েছে তাঁদের। হাভিয়ের কাবরেরার দলের আগের জয়টি এসেছিল গত সেপ্টেম্বরে।

Loading...