loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

বসনিয়ার জালে জার্মানির সাত গোল; জিতেছে নেদারল্যান্ডসও


বসনিয়ার জালে জার্মানির সাত গোল; জিতেছে নেদারল্যান্ডসও

২০১৪ বিশ্বকাপে জার্মানির সেভেনআপের শিকার হয়েছিল ব্রাজিল। এবার বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাও শিকার হলো সেভেনআপের। জার্মান পুরুষ দল ইউয়েফা নেশন্স লিগের ম্যাচে বসনিয়াকে ৭-০ গোলে ধসিয়ে দিয়েছে। জার্মানির নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচটি ছিল গ্রুপ-সেরা হওয়ার। আর সেই ম্যাচে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাইয়েছে জার্মানি। এটি ইউয়েফা নেশন্স লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

জার্মানি ইউয়েফা নেশন্স লিগে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। এই টুর্নামেন্টের ইতিহাসে বসনিয়ার বিপক্ষে জার্মানদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড এটি। জার্মানির কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। জার্মাানির ফ্রেইবুর্গের ইউরোপা-পার্ক স্টেডিয়নে হওয়া এই ম্যাচটি ছিল গ্রুপ-সেরা নিশ্চিত করার।

দিনের আরেক খেলায় নেদারল্যান্ডস ৪-০ গোলে হাঙ্গেরিকে হারিয়ে গ্রুপের রানার্স আপ হয়েছে। ডাচ দলের পক্ষে ভেঘোর্স্ট, গাকপো, ডামফ্রিস এবং কুপমেইনার্স গোলগুলো করেন।

এই ম্যাচটি ছিল ঘটনাবহুল। ম্যাচের শুরুতেই হাঙ্গেরির কোচ অ্যাডাম স্লাই বেঞ্চ থেকে পড়ে যান। ফলে খেলা বন্ধ হয়ে যায়। মেডিকেল স্টাফরা দ্রুতই তাঁর কাছে যান এবং প্রাথমিক সেবা দেন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

জার্মানি গ্রুপ এ৩-এ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস পাঁচ পয়েন্ট পেছনে।

গ্রুপ পর্বে জার্মানির পরের ম্যাচ হাঙ্গেরির বিপক্ষে, মঙ্গলবার। নেদারল্যান্ডসের ম্যাচ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে।

Loading...