সরকার ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বৃদ্ধি করেছে। জাতীয় রাজস্ব বোর্ড – এনবিআর-এর এক বিজ্ঞপ্তিতে রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ-তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে। সেজন্য করদাতাদের সুবিধার জন্য কোম্পানি ছাড়া সকল করদাতার রিটার্ন দাখিলের সময় জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশে গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন জমার সিস্টেম চালু করা হয়েছে। প্রতি কর্মদিবসে এখন গড়ে আট হাজার ই-রিটার্ন জমা হচ্ছে।