loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

প্রধান উপদেষ্টার রোডম্যাপ ৩০ জুন ২০২৬-এর মধ্যেই নির্বাচন


প্রধান উপদেষ্টার রোডম্যাপ ৩০ জুন ২০২৬-এর মধ্যেই নির্বাচন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী সাধারণ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আয়োজন করা হবে। প্রেস সচিব ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিয়মিত প্রেস ব্রিফিংকালে এ-কথা বলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন, যা থেকে এটি স্পষ্ট যে – ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে। এখন নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৬ ডিসেম্বর (সোমবার) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে আয়োজন করা যেতে পারে। তিনি টেলিভিশন ভাষণে বলেছিলেন, বিস্তৃতভাবে বলতে গেলে, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ করা যেতে পারে।

এছাড়াও, প্রেস সচিব মঙ্গলবারের প্রেস ব্রিফিংয়ে পুনর্ব্যক্ত করেন যে, জুলাই-অগাস্ট আন্দোলনে যাঁদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, তাঁদের বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, যাঁদের হাত রক্তে রঞ্জিত, তাঁরা বিচারের মুখোমুখি হবে; তাঁদের ক্ষমা করা হবে-না। রাজনৈতিক পরিচয়-নির্বিশেষে জুলাই-আগস্টের গণহত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। 

শফিকুল আলম আরও বলেন, হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িতদের পরিচয়-নির্বিশেষে বিচার করা হবে।

Loading...