এফ সি বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে-না। তারপরও এতদিন শীর্ষস্থানটা নিজেদের দখলেই রেখেছিল। তবে এবার সেটিও খোয়াতে হলো দলটিকে। অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগায় শনিবার (২১ ডিসেম্বর) বার্সাকে তাঁদের মাটিতে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে।
এদিন নির্ধারিত ৯০ মিনিট সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ের শেষ মিনিটের খেলায় অ্যাটলেটিকো আচমকাই বার্সেলোনার জাল স্পর্শ করে। ফলে, দিয়েগো সিমেওনের দল নাটকীয় এক জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠলো বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেই।
মাদ্রিদের ক্লাবটি ২০০৬ সালের পরে এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতলো। মাঝে তাঁরা জয়হীন ছিল (১৮ ম্যাচে ৫ ড্র, ১৩ পরাজয়)।
হান্সি ফ্লিকের বার্সা এদিন প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখায়। দলটি ৩০ মিনিটে পেদ্রির গোলে এগিয়েও যায়। যাহোক, ৬০ মিনিটে সমতা আনেন অ্যাটলেটিকো রদ্রিগো দে পল। আর দ্বিতীয়ার্ধে বদলি নামা আলেকসান্দার সরলোথ ৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন।
অ্যাটলেটিকো গত মাসের শুরুতেও লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে ছিল। সেই দলই বছর শেষ করলো বার্সার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে; এক ম্যাচ কম খেলে।
১৮ ম্যাচে ১২ জয় ও পাঁট ড্রয়ে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪১। বার্সা ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেলো।