loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাবি’র ক্লাস ১৩ মার্চ ও অনলাইন ক্লাস ২০ মার্চ পর্যন্ত চলবে

  • অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

  • চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পিএসজি, বায়ার্ন, বার্সা, ইন্টার

  • গণতন্ত্র ফিরিয়ে আনতে গণমাধ্যমকে দৃঢ় ভূমিকা পালন করতে হবে: খসরু

  • সরকার ক্রমান্বয়ে কর-অব্যাহতি কমাবে: এনবিআর-প্রধান

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পিএসজি, বায়ার্ন, বার্সা, ইন্টার


চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পিএসজি, বায়ার্ন, বার্সা, ইন্টার

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে দারুণ ফুটবল খেলেও পরাজিত হয়েছিল। ফলে, অ্যানফিল্ডেই ছিল শেষ ষোলোর নির্ধারনী ম্যাচ। লুইস এনরিকের শিষ্যরা সেখানেও দারুণ খেলা উপহার দিয়েছেন। পিএসজি দ্বিতীয় লেগের ম্যাচের শুরুতেই উসমান ডেম্বেলের গোলে লিড নেয়। সেই গোলের সুবাদে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয় ১-১। এরপর বাকিটা সময় দুই দলই চেষ্টা করেছে। ৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত আধা ঘণ্টার খেলাও সমতায় শেষ হলে লড়াই গড়ায় টাইব্রেকারে। সেই পর্বে ৪-১ ব্যবধানে জিতে বাজিমাত করলো পিএসজি-ই।

লুইস এনরিকের শিষ্যরা লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার (১১ মার্চ) রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করলো। অন্যদিকে, লিভারপুলের শেষ ষোলোয়ই বিদায় ঘণ্টা বেজে গেলো।

ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটি অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আত্নবিশ্বাসী ছিল। উসমান ডেম্বেলে দ্বাদশ মিনিটে স্বাগতিক রক্ষণের এক ভুলের সুযোগে পিএসজিকে গোল এনে দেন। দলটি দুই লেগ মিলিয়ে সমতা টেনে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এর পর একের পর এক চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ; কিন্তু গোল পায়নি কেউই।

৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত আধা ঘণ্টার খেলাও সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে নায়ক জানলুইজি ডোন্নারুম্মা। টাইব্রেকারে পিএসজি’র হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া, গনসালো রামোস, ডেম্বেলে ও দিসায়ার দুয়ে। কারও শটই আটকাতে পারেননি লিভারপুল গোলকিপার আলিসন বেকার। বিপরীতে ডোন্নারুম্মা ডারউইন নুনেজ ও কার্টিস জোন্সের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শট আটকে দিলে লিভারপুলের চতুর্থ শট আর নেওয়ার প্রয়োজন হয়নি।

পিএসজি এটি নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে গত ছয় ম্যাচের তিনটিতেই প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগে জিতে পরের ধাপে উঠলো। আর লিভারপুল প্রথম লেগ জিতেও ঘরের মাঠে দ্বিতীয় লেগ হেরে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে এই প্রথম বিদায় নিল।

মঙ্গলবার রাতে পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালে উত্তরণ নিশ্চিত করেছে আরও তিনটি ক্লাব – বায়ার্ন মিউনিখ ২-০ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৫-০) বায়ার লেভাকুজেনকে, ইন্টার মিলান ২-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৪-১) ফেইনুর্ডকে এবং এফসি বার্সেলোনা ৩-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৪-১) ব্যবধানে বেনফিকাকে হারিয়ে শেষ আট-এ উঠেছে।

Loading...