loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

নতুন টাকা বিনিময় স্থগিত


নতুন টাকা বিনিময় স্থগিত

বাংলাদেশ ব্যাংক পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় স্থগিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১০ মার্চ) এই তথ্য জানানো হয়। অর্থাৎ, ঈদ উপলক্ষে ১৯ মার্চ থেকে জনসাধারণের মধ্যে যে-নতুন টাকা ছাড়ার কথা ছিল – তা স্থগিত হয়েছে। এ-কারণে এবার ঈদে নতুন টাকা পাওয়া যাবে-না।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওই বিজ্ঞপ্তিতে ব্যাংকগুলোর শাখায় যে-সব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে – তা বিনিময় না-করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ঈদ উপলক্ষ্যে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করা হবে।

Loading...