loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাবি’র ক্লাস ১৩ মার্চ ও অনলাইন ক্লাস ২০ মার্চ পর্যন্ত চলবে

  • অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

  • চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পিএসজি, বায়ার্ন, বার্সা, ইন্টার

  • গণতন্ত্র ফিরিয়ে আনতে গণমাধ্যমকে দৃঢ় ভূমিকা পালন করতে হবে: খসরু

  • সরকার ক্রমান্বয়ে কর-অব্যাহতি কমাবে: এনবিআর-প্রধান

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই


অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ মঞ্জুর এলাহী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মরহুমের পুত্র সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সৈয়দ নাসিম মঞ্জুর জানান, বুধবারই বাবার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করছেন তাঁরা।

বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী। তাঁর হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার বিদেশযাত্রা (রপ্তানি) শুরু। রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থানে আছে তাঁর প্রতিষ্ঠান অ্যাপেক্স।

সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৭২ সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি গঠন করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন। তিনি এর চার বছর পরে ১৯৭৬ সালে রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও ১৪ বছর পরে যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন বাংলাদেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান।

Loading...