loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কোম্পানি রিটার্ন দাখিলের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

  • রাখাইনে জাতিসংঘের মানবিক-সহায়তা কর্মসূচিতে সহায়তা করতে পারে ঢাকা

  • শেষ আটে রিয়াল; সঙ্গে আর্সেনাল, অ্যাস্টন ভিলা

  • জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার ঢাকায় আসছেন

  • ঢাবি: ক্লাস ১৩ মার্চ ও অনলাইন ২০ মার্চ পর্যন্ত

শেষ আটে রিয়াল; সঙ্গে আর্সেনাল, অ্যাস্টন ভিলা


শেষ আটে রিয়াল; সঙ্গে আর্সেনাল, অ্যাস্টন ভিলা

অ্যাটলেটিকো মাদ্রিদ সান্টিয়াগাে বার্নাবিউতে প্রথম লেগে ২-১ এ পিছিয়ে ছিল। যাহােক, দলটি দ্বিতীয় লেগে বুধবার (১২ মার্চ) নিজেদের মাঠে মাত্র ২৭ সেকেন্ডে গোল করে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে। সেই সমতা বজায় ছিল ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত আরও ৩০ মিনিট। মাঝে রিয়ালকে হতাশায় ডুবায় ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে রিয়াল-ই শেষ আটে উঠেছে।ওয়ান্দা মেত্রোপলিটানোয় বুধবার রাতে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে নির্ধারিত সময়ের খেলায় অ্যাটলেটিকো ১-০ গোলে রিয়ালকে হারালেও দুই লেগ মিলিয়ে ২-২ গোলে ম্যাচ সমতায় ছিল। খেলা গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-২ গোলে জিতেছে রিয়াল।

প্রথম লেগে এক গোলে পিছিয়ে থাকা অ্যাটলেটিকো ২৭ সেকেন্ডে গোল করে সমতায় ফেরে। দারুণ এক আক্রমণ থেকে গোল করেন কনর গ্যালাগার। গোল হজম করে রিয়াল রীতিমতো ঝাঁপিয়ে পড়ে অ্যাটলেটিকোর ওপর। অ্যাটলেটিকোও অবশ্য ছেড়ে কথা বলেনি; ফলে, আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াই।

২৫ মিনিটে দুর্দান্ত কিপিংয়ে রিয়ালকে বাঁচান থিবো কোর্টোয়া। ৩৫ মিনিটে আরও একবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল অ্যাটলেটিকো। তবে এবারও অল্পের জন্য হতাশ হতে হয় স্বাগতিক ক্লাবটিকে। একটু পর ফের আলভারেজকে হতাশ করেন কোর্টোয়া।

প্রথমার্ধে গোলে মাত্র তিনটি শট নিতে পারা রিয়াল বিরতির পরও নিজেদের খুঁজে ফিরেছে।

তবে, কিলিয়ান এমবাপে ৬৮ মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলে দেন। তিনি প্রতি-আক্রমণ থেকে আটিলেতিকোর দুই ডিফেন্ডারকে নাকাল করে অ্যাটলেটিকোর বক্সে প্রবেশ করলে তাঁকে ফাউল করেন লেংলে; পেনাল্টির বাঁশি বেজে উঠে। পেনাল্টিটা মিস করে বসেন ভিনিসিয়ুস। শট উড়ে গিয়ে পড়ে গ্যালারিতে।

রিয়াল সুযোগ মিস করায় সমতাতেই এগিয়ে চলে ম্যাচ। দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। কিন্তু নির্ধারিত সময়রে পর অতিরিক্ত সময়েও কোনো দল আর গোল পায়নি। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

টাইব্রেকারে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুদিগার লক্ষ্যভেদ করলেও মিস করেছেন লুকাস ভাস্কেজ। অন্যদিকে, অ্যাটলেটিকোর হয়ে আলেক্সান্দার সোরলথ, আনহেল কোরেয়ো গোল করলেও মিস করেছেন আলভারজে ও মার্কোস লরেন্তে। 

পেনাল্টি শ্যুট আউটে অ্যাটলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজের শটটি বাতিল হয়েছে ডাবল টাচের কারণে। ভিএআর-এর সাহায্যে গোলটি বাতিল করে দেন রেফারি। কারণ, স্লিপ করে পড়ে যাওয়ার আগমুহূর্তে শট ঠিকই নিতে পারেন তিনি, কিন্তু বলে স্পর্শ লেগে যায় তার দুই পা! তাতেই বিপত্তি এবং গোল বাতিল।

দিনের অন্যান্য ম্যাচে, বরুসিয়া ডর্টমুন্ড লিল-এর বিপক্ষে ২-১ গোলে জিতে (দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে) শেষ আটে পৌছেছে। পিএসভির মাঠে প্রথম লেগ ৭-১ গোলে জেতা আর্সেনাল ২-২ গোলে ড্র করে (মোট ৯-৩) এবং অ্যাস্টন ভিলা ৩-০ গোলে ক্লাব ব্রুগাকে (দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে) জিতে শেষ আটে উঠে গেছে।

Loading...