loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কোম্পানি রিটার্ন দাখিলের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

  • রাখাইনে জাতিসংঘের মানবিক-সহায়তা কর্মসূচিতে সহায়তা করতে পারে ঢাকা

  • শেষ আটে রিয়াল; সঙ্গে আর্সেনাল, অ্যাস্টন ভিলা

  • জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার ঢাকায় আসছেন

  • ঢাবি: ক্লাস ১৩ মার্চ ও অনলাইন ২০ মার্চ পর্যন্ত

আবার পরাজয়, আরও দুর্দশায় গার্দিওলার সিটি


আবার পরাজয়, আরও দুর্দশায় গার্দিওলার সিটি

সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে অবিশ্বাস্য শব্দটি ঘুরেফিরে মনে আসছে। ইউরোপীয়ান ফুটবলের অন্যতম প্রভাবশালী ক্লাবটির এমন দুর্দশা প্রায় অকল্পনীয়। কিছুদিন আগেও যে-দলটি সাফল্যের চূড়া উদ্‌যাপন করেছিল, আজ তাঁদেরই সামনে বড় পতনের ঝুঁকি।

ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁরা হেরেই চলেছে একের পর এক ম্যাচ। ম্যানসিটি শনিবার (২১ ডিসেম্বর) রাতে ২-১ গোলে পরাজিত হলো অ্যাস্টন ভিলার কাছে। পেপ গার্দিওলার  শিষ্যরা এই পরাজয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে নবম এবং প্রিমিয়ার লিগে গত আট ম্যাচে ষষ্ঠ পরাজয়ের তিক্ত স্বাদ পেলো।

যে-দলটি গত দুই মৌসুমে সাতটির বেশি ম্যাচ হারেনি, তাঁদেরকেই এখন একের পরে এক পরাজয় মেনে নিতে হচ্ছে। ফলে, তাঁদের টানা চার মৌসুমে জেতা লিগ ট্রফি ধরে রাখার সম্ভাবনা ক্রমাগত কমছে। আর এই দশা থেকে ঘুরে দাঁড়িয়ে এবারও শিরোপা জিততে হলে দলটিকে হয়তাে অলৌকিক কিছুই করতে হবে। 

শনিবারের পরাজয়ের পরে তালিকার ছয়ে নেমে যাওয়া সিটির পয়েন্ট ১৭ ম্যাচে ২৭ (আট জয়, তিন ড্র ও ছয় পরাজয়)। গার্দিওলার দল শীর্ষে থাকা লিভারপুলের (৩৬ পয়েন্ট) চেয়ে দুই ম্যাচ বেশি খেলে পিছিয়ে রয়েছে নয় পয়েন্টের ব্যবধানে।

Loading...