loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

দেশে ২০ জানুয়ারি থেকে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


দেশে ২০ জানুয়ারি থেকে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ ২০ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হয়ে দুই সপ্তাহব্যাপী চলবে। ২০০৮ সালের ১ জানুয়ারি, অথবা এর আগে যাঁদের জন্ম, তাঁদের এবং বিগত ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমে যাঁরা বাদ পড়েছেন – তাঁদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরীফুল আলম রোববার (৫ জানুয়ারি) জানান, ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের তথ্য সংগ্রহ করবেন। এ-সময়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন।

এছাড়া, ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) করা হবে। এ-সময়ে ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের জন্ম, অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন, তাঁদেরকে নিবন্ধন করা হবে।

উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের তথ্য এবং নতুন ভোটারের তথ্য বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়ার (বিভিআরএস)-এর সাহায্যে ডেটা এন্ট্রি ও ডেটা আপলোড করা হবে ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সময়ে।

আগামী ৫ মে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিংক সরবরাহ করা হবে।

Loading...