loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কোম্পানি রিটার্ন দাখিলের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

  • রাখাইনে জাতিসংঘের মানবিক-সহায়তা কর্মসূচিতে সহায়তা করতে পারে ঢাকা

  • শেষ আটে রিয়াল; সঙ্গে আর্সেনাল, অ্যাস্টন ভিলা

  • জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার ঢাকায় আসছেন

  • ঢাবি: ক্লাস ১৩ মার্চ ও অনলাইন ২০ মার্চ পর্যন্ত

অবনমনের শঙ্কায় থাকা দলের কাছে রিয়ালের পরাজয়


অবনমনের শঙ্কায় থাকা দলের কাছে রিয়ালের পরাজয়

লা লিগায় রেলিগেশনের শঙ্কায় থাকা এস্পানিওল শেষ মুহূর্তের গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে। এর ফলে ঘরোয়া লিগে রিয়ালের ছয় ম্যাচের অপরাজিত যাত্রা থামলো। চলতি মৌসুমের লিগে লস ব্লাঙ্কোস-এর এটি তৃতীয় পরাজয়। বার্সেলোনা শহরের আরসিডিই স্টেডিয়ামে শনিবার (১ ফেব্রুয়ারি) রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে এস্পানিওল। দলটি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরোর গোলে জয় পায়। 

এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে আধিপত্য ছিল রিয়ালের। তবে এস্পানিওলকেও সমীহ করতে দেখা যায়নি। আক্রমণ পাল্টা-আক্রমণ চললেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল-না কেউই।

পঞ্চদশ মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল। পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। তাঁর বদলি নামেন তরুণ ডিফেন্ডার রাউল আসেন্সিও। এরপর ২২তম মিনিটে বক্সে বল পেয়ে দারুণ নৈপুণ্যে তা জালে পাঠালেও গোল পাননি ভিনিসিয়ুস জুনিয়র।

গোলের আগে বক্সের মধ্যে কিলিয়ান এমবাপে এস্পানিওল মিডফিল্ডার পল লোসানোকে ফেলে দেওয়ায় ফাউল ধরেন রেফারি। বল দখলে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও লক্ষ্যে প্রথম শট রাখতে ৩৯ মিনিট লেগে যায় রিয়ালের। জুড বেলিংহামের সেই শট অনায়াসে ধরে ফেলেন এস্পানিওল গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

বিরতি পরে আক্রমণ বৃদ্ধি করে রিয়াল। ফলে, ভিনিসিয়ুস-এমবাপে-রদ্রিগো-বেলিংহামরা একের পর এক সুযোগও তৈরি করতে থাকেন। তবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের প্রচেষ্টায় এবং গার্সিয়ার নৈপুণ্যে বারবার হতাশ হতে হচ্ছিলো তাঁদের।

দলটি শেষ ২০ মিনিটে আরও চাপ বাড়ায়। তবে খেলোয়াড় বদল করে রিয়ালের আক্রমণের হলকা সামলে সুযোগ পেলে পাল্টা আক্রমণে ওঠার মতো সক্ষমতা তৈরি করতে থাকেন গন্সালেস।

এস্পানিওল ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে রিয়ালকে স্তব্ধ করে দেয়। কার্লোস রোমেরো সতীর্থের ক্রসে গোলটি করেন । এমবাপেরা বাকি সময়ে প্রাণপণ চেষ্টা করেও গোল শোধ করতে পারেননি।

রিয়াল অবশ্য এই পরাজয়ের পরও ২২ ম্যাচে ১৫ জয়, চার ড্র ও তিন হারে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। সমান-সংখ্যক ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে বার্সেলোনার অবস্থান তৃতীয়।

আগামী শনিবার সান্টিয়াগো বার্নাবিউয়ে হবে রিয়াল-অ্যাটলেটিকোর মাদ্রিদ-ডার্বি।

Loading...