loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত


বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

এ-বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। তাবলিগ জামাতের টানা ছয় দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের এই আখেরি মোনাজাত রাজধানী উপকন্ঠে গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ তীরে বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিট পর্যন্ত প্রায় ১৯ মিনিট স্থায়ী হয়। হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ ইজতেমা ময়দানের মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

মোনাজাতে সর্বশক্তিমান আল্লাহর কাছে বিশ্বমুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, সুখ-শান্তি-সমৃদ্ধি, নিরাপত্তা, ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করা হয়েছে। সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যের জন্য সর্বশক্তিমানের কাছে বিশেষভাবে মিনতি করা হয়। এ-সময় ইজতেমা প্রাঙ্গণ গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। 

বাংলাদেশের কয়েক লাখ মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন অর্ধশতাধিক বিদেশি রাষ্ট্রের প্রায় চার হাজার মুসলমান।

এদিন সকাল থেকে দিকনির্দেশনামূলক বয়ানের পরে জনসমুদ্রে মোনাজাতের ঠিক আগে নেমে আসে নিরবতা। যে-যেখানে ছিলেন – সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তুলেছেন সর্বশক্তিমান আল্লাহর দরবারে। সংলগ্ন এলাকার হাজার-হাজার ধর্মপ্রাণ মা ও বোনেরাও আখেরি মোনাজাতে অংশ নেন।

মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের জন্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি একই স্থানে হওয়ার কথা রয়েছে।

Loading...