loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

ঈশ্বরদী ইপিজেড-এ পরচুলা তৈরিতে চীনা কোম্পানির বিনিয়োগ


ঈশ্বরদী ইপিজেড-এ পরচুলা তৈরিতে চীনা কোম্পানির বিনিয়োগ

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ‘মেসার্স বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানি লিমিটেড’ ৩৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করে ঈশ্বরদী ইপিজেডে একটি পরচুলা তৈরির কারখানা স্থাপন করবে। এ-বিষয়ে ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও চীনা প্রতিষ্ঠানটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মো. ইমতিয়াজ হোসেন এবং মেসার্স বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানি লিমিটেড’র চেয়ারম্যান গাও টোয়ানজু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চীনা কোম্পানিটি বার্ষিক ৬৯ লাখ ৮০ হাজার পিস পরচুলা ও চুল সংশ্লিষ্ট পণ্য তৈরি করবে। ফলে, সেখানে ১,৪৭৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে।

এটি ঈশ্বরদী ইপিজেড-এ পরচুলা ও চুলসংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী চতুর্থ প্রতিষ্ঠান।

বেপজা’র নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ-গন্তব্য হিসেবে ঈশ্বরদী ইপিজেডকে বেছে নেওয়ায় বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানিকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজা’র অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বৈচিত্র্যময় বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টসসহ অন্যান্য চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা’র সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Loading...