চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১.০৫ বিলিয়ন (১০৫ কোটি) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫৯ .৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯০.৩৪ মিলিয়ন মার্কিন ডলার।
এপ্রিলের এই সময়কালে প্রতিদিন গড়ে ৮৭.৬৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
এর আগে মার্চ মাসে রেমিট্যান্স এসেছিল মোট ৩.২৯ বিলিয়ন ডলার, যা প্রতিদিন গড়ে ১০৯.৮৫ মিলিয়ন ডলার।