loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্সেনালের ড্র; লিভারপুল উদ্‌যাপন করতে পারে

  • লা লিগা’র শিরোপা-লড়াই জমিয়ে রাখলো রিয়াল

  • পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • ‘৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর ভিত্তিহীন’

  • প্রধান উপদেষ্টার সাথে কাতারের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিমান চালু করলো প্রথম আঞ্চলিক ট্রেজারি সেন্টার


স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিমান চালু করলো প্রথম আঞ্চলিক ট্রেজারি সেন্টার

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যৌথভাবে প্রথমবারের মতো দেশে আঞ্চলিক ট্রেজারি সেন্টার চালু করেছে। এই উদ্যোগের মধ্যে দিয়ে বিমানের আর্থিক ব্যবস্থাপনায় সূচনা হলো এক নতুন অধ্যায়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের আধুনিক হোস্ট-টু-হোস্ট (এইচটুএইচ) প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এই আঞ্চলিক ট্রেজারি সেন্টার বিমানের আন্তর্জাতিক আর্থিক কার্যক্রমকে কেন্দ্রীভূত করবে। বৈশ্বিক নেটওয়ার্ক ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকটি বিমানের ট্রেজারি কার্যক্রমকে আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর করে তুলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. শফিকুর রহমান বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর সঙ্গে যৌথভাবে আমাদের প্রথম আঞ্চলিক ট্রেজারি সেন্টার প্রতিষ্ঠা বিমানের আর্থিক আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এই কৌশলগত সম্পর্ককে আরও গভীর করতে আগ্রহী, যাতে আমাদের আর্থিক সক্ষমতা আরও উন্নত হয়।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “আমরা বিমানের প্রথম আঞ্চলিক ট্রেজারি সেন্টার চালু করতে তাঁদের সাথে অংশীদার হয়ে গর্বিত – এটি আর্থিক দক্ষতা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্ট্যান্ডার্ড চার্টার্ডে, আমরা প্রযুক্তি-নির্ভর উদ্ভাবনী সমাধান সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর সমাধান সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের বৈশ্বিক উপস্থিতি ব্যবহার করে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্য পূরণে সহায়তা করবে।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড এই নতুন উদ্যোগের মাধ্যমে ডিজিটাল ব্যবস্থায় এগিয়ে যেতে বিমানের পাশে থাকছে। ৫০টির বেশি দেশে কাজের অভিজ্ঞতা থাকা এই ব্যাংকটি বহুদিন ধরেই বিমানের আন্তর্জাতিক লেনদেন ও নগদ ব্যবস্থাপনায় নির্ভরযোগ্য অংশীদার। এইচটুএইচ সল্যুশন একটি স্বয়ংক্রিয় ও প্রায় তাৎক্ষণিক পদ্ধতি, যা পেমেন্ট ও হিসাব মেলানোর প্রক্রিয়াকে সহজ করে, হাতে কাজ কমিয়ে কাজের গতি বাড়ায় এবং ঝুঁকি কমায়। একাধিক দেশের নগদ ব্যবস্থাপনা এক প্ল্যাটফর্মে এনে, এই কেন্দ্রীয় ট্রেজারি মডেল পেমেন্ট প্রক্রিয়া সহজ করবে, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করবে, নগদ প্রবাহের পরিষ্কার ধারণা দেবে এবং মূলধন ব্যবহারে আরও দক্ষতা আনবে – সবকিছুই হবে কম খরচ ও কম ঝুঁকিতে।

বাংলাদেশে সুদীর্ঘ সময়ের ঐতিহ্য নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের আর্থিক খাতে নেতৃত্ব দিয়ে আসছে। বৈশ্বিক কার্যক্রমে গতি, নির্ভুলতা ও সহজ সমন্বয় নিশ্চিত করতে তাঁরা বিশ্বমানের আর্থিক সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি, ব্যবসায়িক চাহিদার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড নিয়মিতভাবে নানা ধরনের ডিজিটাল সেবা ও চাহিদাভিত্তিক আর্থিক সমাধান চালু করে যাচ্ছে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...