চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মে মাহিয়া মাহির বদলে অভিনয় করবেন পরীমনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে মাহির এই ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল; কিন্তু, সেটা আর হয়নি।
সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার আগে ‘কাগজের বউ’-তে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহি। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। তবে, শুটিং শুরুর একদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া পেইজে তিনি জানান, এই ওয়েব ফিল্মে অভিনয় করতে পারছেন না তিনি।
ছবির প্রস্তুতির শেষ মুহূর্তে এসে মাহির বদলে এই চরিত্রে অভিনয় করতে চলেছেন পরীমনি। ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করবেন – ডি এ তায়েব ও ইমন।