loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

রাজনীতির মাঠে রজনীকান্ত


রাজনীতির মাঠে রজনীকান্ত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত এত দিন ছিলেন অভিনেতা। এখন থেকে নতুন পরিচয়ে পরিচিত হবেন তিনি। ৬৭ বছর বয়সী এই তারকা টুইটারে তাঁর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করব। এখনই সময়। এদিকে রজনীকান্তের রাজনীতিতে যোগ দেওয়ার খবরে ভীষণ উচ্ছ্বসিত বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন।

রজনীকান্তের এই ঘোষণার পর তাঁর হাজার হাজার ভক্ত শুভেচ্ছাবার্তায় টুইটার ভাসিয়ে ফেলছেন। কিছুদিন আগেই দক্ষিণের আরেক নায়ক কমল হাসানও রাজনীতির প্রতি তাঁর আগ্রহ প্রকাশ করেন। আজ তিনিও তাঁর অগ্রজ রজনীকান্তকে অভিনন্দন জানান।

রজনীকান্তের আসল নাম শিবাজি রাও। তাঁর জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর ভারতের বেঙ্গালুরুতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’ (১৯৭৫) তাঁর প্রথম ছবি। রজনীকান্ত অসচ্ছল জীবনের সঙ্গে লড়াই করে শৈশব কাটিয়েছেন। ট্রান্সপোর্ট করপোরেশনের বাসের সহকারী হিসেবে কাজ করা অবস্থায় তিনি নাটকে টুকটাক অভিনয় করতেন। ১৯৭৩ সালে এই তারকা মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ের ওপর ডিপ্লোমা করার জন্য মাদ্রাজে আসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে রজনীকান্ত একসময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পান।

সূত্র: প্রথম আলো

Loading...