loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

দিনাজপুর ও রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা


দিনাজপুর ও রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

বাংলাদেশে টানা শীতে সবচেয়ে বেশি কাঁপছে  উত্তরাঞ্চল। রোববার (৭ জানুয়ারি) রাজশাহী অঞ্চলে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস । শনিবার রাজশাহীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার ভোরে তাপমাত্রা আরও দশমিক ৫ ডিগ্রি কমেছে।

রোববার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানায় রাজশাহী আবহাওয়া অফিস। চলতি সপ্তাহজুড়েই এ-ধরনের আবহাওয়া বিদ্যমান থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে তাপমাত্রা হঠাৎ করে কমে যাওয়ায় শীতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। ঠাণ্ডা নিবারণ করতে অনেককে খড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা গেছে।

Loading...