loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল


ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল

ঘোষিত হলো ঘরের মাঠে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত এই দলে বাদ পড়েছেন সৌম্য সরকার ও  তাসকিন আহমেদ। আর এই সিরিজ দিয়ে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন ওপেনার ব্যাটসম্যান এনামুল হক বিজয়, পেসার আবুল হাসান রাজু ও মোহাম্মদ মিঠুন।

ওদিকে দক্ষিন আফ্রিকা সফরের সিরিজে চোটের কারণে পেসার মোস্তাফিজুর শেষ দিকে খেলতে পারেননি। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন পেসার শফিউল ইসলাম। তবে মোস্তাফিজ ফিট হয়ে ফেরায় বাদ পড়লেন শফিউল।

বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার অংশগ্রহনে আগামী ১৫ জানুয়ারি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন জাতির টুর্নামেন্ট-ট্রাইনেশন। যা শেষ হবে ২৭ জানুয়ারি।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম।

Loading...