loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

গোল্ডেন গ্লোবের পুরস্কার তালিকা


গোল্ডেন গ্লোবের পুরস্কার তালিকা

দেশী-বিদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য প্রদান করা হয় মার্কিন 'গোল্ডেন গ্লোব পুরস্কার' যেটি প্রতি বছর আনুষ্ঠানিক ডিনারের মাধ্যমে প্রদান করা হয়। সেই ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটির আয়োজন করে আসছে।।

চলচ্চিত্র সংশ্লিষ্ঠদের জন্য বিশ্বের অন্যতম এই সর্বোচ্চ সম্মাননা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭৫তম আসর শেষ হলো কিছুক্ষন আগেই। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে বরাবরের চেয়ে একটু আলাদা ঢঙ্গে অনুষ্ঠিত হলো এবারের আসর। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই ধারন করেছেন কালো পোষাক যার মাধ্যমে তারা হলিউডের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদও করেছেন। 

এবারের আসরের সর্বোচ্চ সম্মাননা ‘সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড’ পেয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন তারকা অপরাহ উইনফ্রে। সেরা টেলিভিশনের জন্য নির্মিত লিমিটেড সিরিজ, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারগুলো বগলদাবা করেছে এইচবিও এর ড্রামা সিরিজ 'বিগ লিটল লাইস'। এক নজরে দেখে নেয়া যাক কার ভাগ্যে জুটলো গোল্ডেন গ্লোবের এবারের আসরের পুরস্কারগুলো।

চলচ্চিত্র

  • সেরা চলচ্চিত্র-ড্রামা : থ্রি বিলবোর্ডস আউটসাইড ইববিং, মিসৌরি
  • সেরা চলচ্চিত্র (মিউজিকাল বা কমেডি) : লেডি বার্ড
  • সেরা পরিচালক (চলচ্চিত্র) : গিলেরমো ডেল টোরো (দ্য শেইপ অব ওয়াটার)
  • সেরা চলচ্চিত্র অভিনেতা (ড্রামা) : গেরি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
  • সেরা চলচ্চিত্র অভিনেত্রী (ড্রামা) : ফ্র্যান্সেস ম্যাক ডর্ম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
  • সেরা চলচ্চিত্র অভিনেতা (মিউজিকাল বা কমেডি) : জেমস ফ্রাঙ্কো (দ্য ডিসাস্টার আর্টিস্ট)
  • সেরা চলচ্চিত্র অভিনেত্রী (মিউজিকাল বা কমেডি) : সিওরশা রোনান (লেডি বার্ড)
  • সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র) : স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
  • সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র) : এলিসন জ্যানি (আই টনিয়া)
  • সেরা চলচ্চিত্র (অ্যানিমেশন) : কোকো
  • সেরা চলচ্চিত্র (বিদেশি ভাষা) : ইন দ্য ফেড
  • সেরা সংগীত : দ্য গ্রেটেস্ট শোম্যান (দিস ইস মি)
  • সেরা অরিজিনাল স্কোর (চলচ্চিত্র) : দ্য শেপ অব ওয়াটার
  • সেরা স্ক্রিন প্লে : মার্টিন ম্যাকডোনা (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা চলচ্চিত্র (মিউজিকাল বা কমেডি) এর পুরস্কার জেতা 'লেডি বার্ড' ছবির একটি দৃশ্য

টেলিভিশন

  • সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : দ্য হ্যান্ডমেইড’স টেইল
  • সেরা সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র : বিগ লিটল লাইস
  • সেরা টেলিভিশন সিরিজ (মিউজিকাল বা কমেডি) : ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’
  • সেরা অভিনেতা (সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : ইওয়ান ম্যাক গ্রেগর (ফার্গো)
  • সেরা অভিনেত্রী (সিরিজ, লিমিটেড সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)
  • সেরা অভিনেতা (টেলিভিশন-ড্রামা) : স্টার্লিং কে ব্রাউন (দিজ ইজ আস)
  • সেরা অভিনেত্রী (টেলিভিশন-ড্রামা) : এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইড’স টেইল)
  • সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ-মিউজিকাল বা কমেডি) : আজিজ আনসারি (মাস্টার অব নান)
  • সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ-মিউজিকাল বা কমেডি): র‍্যাশেল ব্রোসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)
  • সেরা পার্শ্ব অভিনেতা (টেলিভিশন সিরিজ, লিমিটেড সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : আলেক্সান্ডার স্কার্সগার্ড (বিগ লিটল লাইস)
  • সেরা পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, লিমিটেড সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : লরা ডার্ন (বিগ লিটল লাইস)

সেরা টেলিভিশনের জন্য নির্মিত সিরিজ, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছে ড্রামা সিরিজ 'বিগ লিটল লাইস'।

Loading...