loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • ইয়াং বয়েজের কাছে হেরেই গেল ইউভেন্টাস

  • সানের জোড়া গোলে ম্যানসিটি গ্রুপ সেরা

  • নিজেদের মাঠে মস্কোর কাছে বিধ্বস্ত হলো রিয়াল

  • জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফলাফল ২৪ ডিসেম্বর

বাংলাদেশে উচ্চতর প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক


বাংলাদেশে উচ্চতর প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক

আর্থিকখাত-সহায়ক নীতিমালা, স্থিতিশীল রাজনৈতিক অবস্থা ও কার্যকর উন্নয়নমূলক পদক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বাড়তে পারে বলে বুধবার (১০ জানুয়ারি) বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর স্থানীয় গণমাধ্যমের।

ওয়াশিংটনে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনোমিক প্রসপেক্টস’-এর প্রতিবেদনটিতে বলা হয়, ২০১৮ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৬.৭ শতাংশ হতে পারে, যা এর আগে ২০১৭ সালে ৬.৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল তৃতীয় স্থানে। এতে প্রথমে রয়েছে ভারত (৭.৩ শতাংশ) এবং সবচেয়ে কম ছিল আফগানিস্তানে (৩.৪ শতাংশ)।

২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির যে-ধারণা বিশ্বব্যাংক দিয়েছিল, বাংলাদেশ ইতোমধ্যে তা অর্জন করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ ছিল, যা সরকার চলতি ২০১৭-১৮ অর্থবছরে ৭.৪ শতাংশে বৃদ্ধির লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।

বুধবার প্রকাশিত ‘গ্লোবাল ইকোনোমিক প্রসপেক্টস’-এ ২০১৮ সালের বিশ্বঅর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরা হয়েছে। বিনিয়োগ, উৎপাদন ও বাণিজ্যে সফলতা অব্যাহত থাকায় ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বিশ্বঅর্থনীতি ৩.১ শতাংশের বেশি বাড়তে পারে। এতে আরো বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক ক্রমান্বয়ে তাদের সংকট অতিক্রম করলে এবং বিনিয়োগ বৃদ্ধি স্থিতিশীল থাকলে ২০১৮ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.২ শতাংশের মতো বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে।

Loading...