loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জয় দিয়ে শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ


জয় দিয়ে শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। উদ্বোধনী দিনের খেলায় নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছে সাইফবাহিনী। ওভালের লিঙ্কন গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে নামিবিয়াকে ১৯১ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ১০৩ রানে থামে দলটি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নামিবিয়া। দলীয় ১২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। অবশ্য একটু চেষ্টা করেন ভ্যান উইক ও অ্যাটন। উইক তুলে নেন হাফসেঞ্চুরি আর অ্যাটন করেন ২৪ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১০৩ রানে ইনিংস শেষ হয় আফ্রিকা মহাদেশের দলটির।

বাংলাদেশের হয়ে বোলিং আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কাজী অনিক ও হাসান মাহমুদ। তারা প্রত্যেকে পেয়েছেন দুইটি করে উইকেট।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়া হয়ে খেলেন পিনাক ঘোষ ও মোহাম্মদ নাঈম। পিনাক ব্যক্তিগত ২৬ রানে ফিরলেও ক্রিজে থেকে যান নাঈম। অধিনায়ক সাইফকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। নিজের ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরত আসেন নাঈম। ৮ চার ও ১ ছক্কায় এ ইনিংসটি সাজান তিনি। এরপর দলকে টেনে নিয়ে যান সাইফ। রানের ফোয়ারা তিনি। শেষ পর্যন্ত তার অপরাজিত ৮৪ রানের নান্দনিক ইনিংসে ৪ উইকেটে ১৯০ রান করে বাংলাদেশ।

মাত্র ৪৮ বল খেলে ৮৪ রান করেন সাইফ। ইনিংসটি তিনি সাজান ৩ চার ও ৫ ছক্কায়।

Loading...