loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ৯ থেকে ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস: ২৯ কারখানা পাবে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ থাকবে

টেলিভিশনে বাইশে শ্রাবণের আয়োজন


টেলিভিশনে বাইশে শ্রাবণের আয়োজন

বাংলাদেশ টেলিভিশন
আজ রোববার (২২ শ্রাবণ) রবীন্দ্রপ্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে বেলা ১টা ৫ মিনিটে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’। গান, আবৃত্তি ও আলোচনার সমন্বয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। আলোচনায় অংশ নিয়েছেন – সৌমিত্র শেখর, ঝর্ণা রহমান ও খায়রুল আলম সবুজ। সংগীত পরিবেশন করবেন অনিমা রায় ও ছায়া কর্মকার। আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও লীলা হাসান।

সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার করা হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সকাল ১০টা ৩৫ ও বেলা ২টা ৩০ মিনিটে থাকছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রাত নয়টায় দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক ‘অপরিচিতা’। রাত ১০টা ২০ মিনিটে দেখানো হবে ‘মুজিব চেতনায় রবীন্দ্রনাথ’।

চ্যানেল আই
চ্যানেল আইয়ে রবীন্দ্রবিষয়ক আলোচনা, গান ও রবীন্দ্রনাথের কবিতা থেকে নিয়ে বেলা ১১টা ৫ মিনিটে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘সরাসরি রবীন্দ্রনাথ’। বেলা ৩টা ৫ মিনিটে রয়েছে মাহবুবা ইসলাম পরিচালিত ছবি ‘তুমি রবে নীরবে’। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। সন্ধ্যা ছয়টায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় খাবার নিয়ে কেকা ফেরদৌসীর বিশেষ পরিবেশনা। 

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রয়েছে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’। রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় ‘বঙ্গবন্ধুর প্রিয় রবীন্দ্রনাথের গান’। এছাড়া, সকাল ৯টা ৪৫ মিনিটে দেখানো হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’। অতিথি হয়ে কথা বলেছেন আফজাল হোসেন, আনিসুল হক ও আফসানা মিমি।

আরটিভি
আরটিভিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তপস্বিনী’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘তপস্বিনী’। সুমন আনোয়ারের নাট্যরূপ ও পরিচালনায় নাটকটি দেখা যাবে রাত আটটায়। অভিনয় করেছেন – আফরান নিশো ও জাকিয়া বারী মম। অন্যান্য চরিত্রে রয়েছেন – দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, হেলাল, হান্নান শেলী প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন
মাছরাঙা টেলিভিশনে ‘তোমার অসীমে’ শিরোনামের কবিতা, গান ও আলোচনাভিত্তিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। কবিতা আবৃত্তি করবেন সামিউল পোলাক। সাইফুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে।

বাংলাভিশন
বাংলাভিশনে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় বিশেষ অনুষ্ঠান ‘আমার বেলা যে যায়’তে অতিথি হিসেবে থাকবেন সৌমিত্র শেখর ও শামা রহমান। রফিকুল ইসলামের প্রযোজনায় বিকেল ৫টা ১০ মিনিটে এই অনুষ্ঠানটি প্রচার করা হবে।

Loading...